Breaking
1 Nov 2024, Fri

নেপালি কবি ভানুভক্তের ২০৭তম জন্ম জয়ম্তী পালন শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে

জেএনএফ ওয়েব ডেস্ক :- মঙ্গলবার আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্ম জয়ন্তী পালন করা হল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে। এদিন শিলিগুড়ি জংশন এলাকায় ভানুভক্তের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে এবং মালা পরিয়ে জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার,অলক চক্রবর্তী,বিবেক ব্যাইদ এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ এবং নান্টু পাল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে নেপালী কবি ভানুভক্ত জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। তিনি নেপালি সমাজ এবং নেপালি সাহিত্যের তিনি যে কাজ করে গেছেন সেটা মানুষের সারা জীবন যতদিন পৃথিবীতে সূর্য চাঁদ থাকবে ততদিন মনে থাকবে। আজকে একটি বিশেষ দিন যার কারণে দার্জিলিং জেলাতে ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি শুধুমাত্র কবি ছিলেন না তিনি সমাজসেবী হিসেবেও সমাজকে সব সময় ভালো পথে পরিচালনা করার চেষ্টা করেছেন।

Developed by