Breaking
26 Dec 2024, Thu

শিলিগুড়ি মহকুমার চটহাটে বাইকের ধাক্কায় আহত এক ব্যক্তি

জেএনএফ ওয়েব ডেস্ক :- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের চটহাটে বাইকের ধাক্কায় আহত এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। সে নিতবাজার এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে রবিবার রাতে ওই ব্যক্তি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দ্রুত গতিতে থাকা ওই ব্যক্তিকে মারে। এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক বাইকটি। এই দেখে তরীঘরী স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

Developed by