Breaking
26 Dec 2024, Thu

পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের  বাড়িতে তৈরি করা  হাসপাতালে সরকারি স্বীকৃতি চান

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে দেখা করলেন পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। করিমুল বাবু মানুষের সেবার স্বার্থে নিজের উদ্যোগে নিজের বাড়িতেই তৈরি করেছেন একটি হাসপাতাল। যেখানে চলে অবৈতনিক চিকিৎসা পরিষেবা। এসব বিষয়ে আলোচনা করতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক এর সাথে দেখা করেন তিনি। পাশাপাশি তার নিজের জীবন কাহিনীর ওপর তৈরি হচ্ছে বায়োপিক এবং তা থেকে যে  টাকা পাবেন তা দিয়ে বাড়ির হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম কিনবেন যাতে মানুষের চিকিৎসায় কাজে লাগে। তাই সরকারিভাবে হাসপাতালের কিছু স্বীকৃতি যদি পাওয়া যায় তাহলে মানুষকে আরো বেশি করে সেবা দেওয়া যাবে বলে মনে করেন করিমুল বাবু। এসব বিষয়ে আলোচনা করতেই এ দিন জেলা স্বাস্থ্য আধিকারিক এর সাথে বৈঠকে বসেন তিনি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পদ্মশ্রী করিমুল হক।

Developed by