জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকায় রথযাত্রা উৎসব অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই করোনা আবহে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বড় শুকজোড়া গ্রামে মহিলাদের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ রথযাত্রা উৎসব।ওই গ্রামের মহিলাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ওই রথযাত্রার উৎসবে শামিল হয়েছিলেন। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। মহিলাদের পক্ষে গৌরী দাস বলেন আমাদের কোন কমিটি নেই। আমরা গ্রামের মহিলারা সবাই একসঙ্গে মিলে এই রথযাত্রা উৎসব শুরু করেছি। আগামী দিনেও এই রথযাত্রা উৎসব প্রতি বছর পালন করা হবে। তিনি বলেন আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে প্রার্থনা করেছি যেন দেশ থেকে করোনা বিদায় নেয়, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। তবে ওই রথযাত্রার কে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে ।এরপর যদি ওই এলাকায় কারো করোনা হয় তার জন্য কে দায়ী থাকবে তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তবে সেদিকে কোনো গুরুত্বই দেয় নি রথের আয়োজক ওই এলাকার মহিলারা।