Breaking
26 Dec 2024, Thu

করোনা আবহে গাড়িতে চড়ে মাসির বাড়ি পারি দিলেন স্বয়ং জগন্নাথ দেব

জেএনএফ ওয়েব ডেস্ক :– করোনা আবহে গাড়িতে চড়ে মাসির বাড়ি পারি দিলেন স্বয়ং জগন্নাথ দেব। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার রথ ডুয়ার্সের অন্যতম। প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগমে গমগম হত এই শহরে।১৫ দিন ধরে চলত মেলা। দূরদূরান্ত থেকে ছুটে এসে পসার সাজিয়ে বসত ছোট বড়ো মাঝারি ব্যবসায়িরা। কিন্তু করোনা সংক্রমনের ভয়ে সব বন্ধ।কোভিড বিধি এবং সরকারী নির্দেশ মেনে গত দুই বছর ধরে নিষ্ঠার সাথে শুধুমাত্র প্রয়োজনীয় আচার অনুষ্ঠান টুকু করেই ক্ষান্ত থাকতে হচ্ছে কর্তৃপক্ষকে।সোমবার মন্দির প্রাঙ্গনে নিয়ম টুকু পালন করে গাড়িতে চাপিয়ে জগন্নাথ দেবকে  মাসির বাড়ীতে রেখে আসতে হল। ওপর দিকে জগন্নাথ দেবের গাড়ির চালক হতে পেরে খুশি স্থানীয় বাসিন্দা সঞ্জয় জৈন। তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।”

Developed by