Breaking
25 Dec 2024, Wed

বিজেপি ছেড়ে প্রায় এক হাজারেরও বেশি যুবক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান

জেএনএফ ওয়েব ডেস্ক :- বিজেপি ছেড়ে প্রায় এক হাজারেরও বেশি যুবক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।নদিয়ার কৃষ্ণনগরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উল্লেখ্য রাজ্যের তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকারের বসার পর বিভিন্ন প্রান্তে দেখা গেছে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে। এর আগেও নদীয়ার একাধিক জায়গায় বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই। এবার নদিয়ার কৃষ্ণনগরে প্রায় এক হাজারের বেশি যুবক বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন যারা ভুল বুঝে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা চলে গিয়েছিলেন তারা আবার তৃণমূলের হাত শক্ত করার জন্য যোগদান করেছেন। আমরা আগামী দিনে মমতা ব্যানার্জি কে শক্তিশালী করার জন্য এবং মুক্ত ভারত বর্ষ তৈরি করার জন্য এক সঙ্গে লড়াই করব।

Developed by