জেএনএফ ওয়েব ডেস্ক :- রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি বাজারে অভিযান চালায় এসএসএবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। এরপর সেখান থেকে চার বিদেশিকে আটক করে। এবং তাদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তখন ভিসা দেখালে সেখানে দেখা যায় যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। এরপরই ধৃত চারজনকেই নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে এসএসবি। ধৃতদের নাম আলেক্সিস ইস্মাইল ইফা(২০),ডিজিংগি মোহম্মমদু মুসি(১৯),আবান্দা আঞ্জাউপ(২৩), বিগুই বিলিমি(২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতরা নেপাল হয়ে ভারতে প্রবেশ করে। এবং চারজনই ফুটবলার। ধৃতদের বিরুদ্ধে ফরেনার এক্টে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন নকশালবাড়ি থানার পুলিশ ও এসএসবি।