Breaking
24 Dec 2024, Tue

স্বামীর ভগ্নপ্রায় বাড়িতে বসবাস করে চলেছে স্ত্রী !

জেএনএফ ওয়েব ডেস্ক:- স্বামী মারা গেছে প্রায় দশ বছর আগে। উপার্জন বলতে কিছুই নেই। সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে মানুষ স্বেচ্ছায় যা খাদ্য দেয় সেটা নিয়ে  ফিরে আসে স্বামীর ভিটায়। মাথা গোঁজার একমাত্র ঘরটিও ভগ্নপ্রায় অবস্থা। একমাত্র ছেলেকে নিয়ে এই করুন অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি।নাম মনিবালা দাস, বয়স ৫০। মানসিক ভারসাম্যহীন ওই মহিলা থাকেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর কলেজ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে স্বামীর মৃত্যু ঘটে। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এলাকাবাসীরা জানান, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেও স্বামীর ভিটা মাটি ছাড়েননি তিনি। তবে যে ঘরে ওই মহিলা থাকেন তার অবস্থা একেবারে বেহাল। নেই বেড়া, ঘরে বাসা বেধেছে বিষাক্ত সাপ ও পোকামাকড়। এমন বিপদজনক অবস্থায় একমাত্র ছেলেকে নিয়ে থাকেন ওই মহিলা। জানা গিয়েছে, আত্মীয় স্বজনেরা কেউই খোঁজ নেন না তার। এই অবস্থায় ওই পরিবারটি সরকারি সুযোগ সুবিধা পেয়ে ভালোভাবে দিন যাপন করুক এই দাবি করছেন এলাকাবাসী। এই প্রসঙ্গে জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সানজো মাঝি জানান , ” আমরা বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম, খোঁজ নিয়ে দেখছি।”

Developed by