Breaking
25 Dec 2024, Wed

করোনা বিধি মেনে ঐতিহ্যবাহী মায়াপুরের রথযাত্রা শুরু হল

জেএনএফ ওয়েব ডেস্ক:-ধর্মীয় রীতি মেনে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পালিত হল নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইসকনের রথযাত্রা। তবে করোনা আবহে ৫ কিলোমিটার নয়, মাত্র আড়াইশো মিটার পথ অতিক্রান্ত করে মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই কারণে প্রথম থেকেই সতর্ক ছিল ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রা ঘীরে বিভিন্ন সতর্কবার্তা এবং বিধি-নিষেধ জারি করেছে ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের ভিতরে সাধারণ ভক্তদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে তারা। তিলমাত্র বেলা চারটের পর সাধারণ ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।শুধু তাই নয় প্রতিবছর বলরাম সুভদ্রা এবং জগন্নাথ রাজাপুর থেকে প্রায় 5 কিলোমিটার অতিক্রান্ত করে মায়াপুর ইসকনে তার মাসির বাড়িতে পৌঁছাতো। কিন্তু করোনার কারণে এবছর ইসকন মন্দিরের গদা ভবন থেকে যাত্রা শুরু করে পঞ্চতত্ত্ব মন্দিরে পৌঁছায় এই রথযাত্রা। যদিও রথযাত্রা কে ঘিরে ইসকন মন্দিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এবছর বিভিন্ন বিধি-নিষেধ জারি করা হয়েছে ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ জারি করা হয়েছে যাতে করুণা সংক্রমণ আরো বেশি ভাবে না ছড়িয়ে পড়ে সেই কারণে এই সিদ্ধান্ত।

Developed by