Breaking
1 Nov 2024, Fri

অতিবৃষ্টির জেরে মাটির ঘর ভেঙে যাওয়া এক পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী মধুসূদন সিংহ

জেএনএফ ওয়েব ডেস্ক : অতিবৃষ্টির জেরে মাটির ঘর ভেঙে যাওয়া এক পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী মধুসূদন সিংহ। ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর নৃপেনপল্লী এলাকায় বাড়ি শেখ রবিবুলের। গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে যায়। অন্যের বাড়ির বারান্দায় গিয়ে আশ্রয় নেয় শেখ রবিবুলের পরিবার। তারপরই তাঁরা সমাজসেবী মধুসূদন সিংহের দ্বারস্থ হন। মাটির বাড়িটি সারিয়ে দেওয়ার অনুরোধ করেন। রবিবার বিকেলে তিনি বাড়িটি ছাউনি দেওয়ার জন্য অ্যাসবেসটস ও সিমেন্টের খুঁটি পৌঁচ্ছে দেন। মধুসূদন সিংহ বলেন,‘দুঃস্থ পরিবারটির মাথার উপর ছাদ ছিল না। বৃষ্টির জেরে তা ভেঙে গিয়ে অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। আজ সমস্ত জিনিসপত্র পৌচ্ছে দিয়েছি। সোমবার মিস্ত্রিরা কাজ করে বাড়িটি তৈরি করে দেবেন।’

Developed by