Breaking
25 Dec 2024, Wed

সাইকেল চালিয়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন জলপাইগুড়ি যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়

জেএনএফ ওয়েব ডেস্ক- সাইকেল চালিয়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন জলপাইগুড়ি যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দমোদীকে কটাক্ষ করে সৈকত বললেন, মোদীর দাঁড়ি যত বাড়ছে, পেট্রলের দাম তত বাড়ছে। গোলাপের কাটার সঙ্গে প্রধানমন্ত্রীকে তুলনা করলেন সৈকত।
রবিবার শহরের পেট্রল পাম্পের সামনে চলল প্রতিবাদ। রাজ্যের যুব সভাপতির নির্দেশে জলপাইগুড়ি যুব তৃণমূলের উদ্যোগে জেলার সব ব্লকের সামনে চলল প্রতিবাদ৷ পেট্রল পাম্পের সামনে সাইকেল চালিয়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানানো হয়। অন্যদিকে পাম্পে পেট্রল নিতে আসা বাইক চালকদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হল। তবে গোলাপ তুলে দিলেও কেন্দ্রের মোদী সরকারের মত গোলাপের কাঁটা থেকে সাবধান থাকার পরামর্শ দিলেন। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দলের নেতা কর্মীরা। যতদিন না পেট্রল ডিজেলের, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দাম কমবে না তত দিন চলবে আন্দোলন।

Developed by