Breaking
24 Dec 2024, Tue

রাত পোহালেই রথযাত্রা, কোচবিহার মদনমোহন মন্দিরে চূড়ান্ত প্রস্তুতি

জেএনএফ ওয়েব ডেস্ক : রাত পোহালেই রথযাত্রা। আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি কোচবিহারের মদনমোহন মন্দিরে। ইতিমধ্যেই রথের কাজ প্রায় শেষ হওয়ার পথে। আগামীকাল কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান আনুষ্ঠানিক ভাবে দড়ি টেনে মদনমোহনের রথযাত্রা শুরু করবেন বলে জানা গিয়েছে।কোচবিহার সদর মহকুমার ডেপুটি ম্যাজিস্টেট বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “আগামীকাল রীতিনীতি মেনে কোভিড বিধিনিষেধকে গুরুত্ব দিয়ে জেলা শাসক মদনমোহনের রথ যাত্রা শুরু করবেন। তার আগে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত।”এবারও করোনা মহামারীর জন্য কোচবিহারে রথের মেলা হবে না। তবে রাজ আমল থেকে চলে আসা মদনমোহন ঠাকুরের রথযাত্রা অব্যাহত থাকবে। মদনমোহন এবারও যন্ত্র চালিত রথে উঠে তাঁর মাসির বাড়ি অর্থাৎ শহরের গুঞ্জবাড়ি এলাকায় থাকা ডাঙরাই মন্দিরে যাবেন। নিয়ম মেনে সেখানে এক সপ্তাহ থাকবেন মদনমোহন। অন্যান্য বারের মত এবার মন্দিরে কীর্তন না হলেও ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে। ভক্তরা নির্দিষ্ট জায়গায় নিজ নিজ নাম জানিয়ে ভোগের সরঞ্জাম দিয়ে গেলে তা ঠাকুরকে দিয়ে ফের যথাস্থান থেকে নিয়ে যেতে পারবেন ভক্তরা। রথের প্রথম দিন মদনমোহনকে দেখার জন্য যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকেন। তাঁরা করোনা বিধি নিষেধ মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রথ দর্শন করতেও পারবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।রাজ আমল থেকে রথযাত্রা উপলক্ষে কোচবিহার শহরের গুঞ্জবাড়ি ডাঙরাই মন্দির এলাকায় ও মদনমোহন মন্দিরে মেলার আসর বসে। জেলা ও জেলার বাইরে থেকেও বহু ভক্ত মদনমোহনের রথযাত্রা দর্শন করতে আসতেন। কিন্তু করোনা মহামারির জন্য গতবার থেকেই রথযাত্রা নিয়ম মেনে করা হলেও মেলার অনুমতি দেওয়া হচ্ছে না। দর্শনার্থীদেরও করোনা বিধি মেনে খুব কিমি. সংখ্যায় হাজির হওয়ার সুযোগ মিলছে।

Developed by