Breaking
23 Dec 2024, Mon

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ অবস্থান কর্মসূচি

জেএনএফ ওয়েব ডেস্ক:- সারা রাজ্যের পাশাপাশি ফালাকাটা ব্লকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ অবস্থানে কর্মসূচি পালিত হলো। রবিবার সকাল দশটা নাগাদ ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন, তৃণমূল নেতা সমরেশ পাল, শ্যামল কর সহ অন্যান্য নেতৃত্ব গণ। জানা গিয়েছে, এই বিক্ষোভ অবস্থানে তৃণমূলের সব শাখা সংগঠনের নেতা কর্মীরা সামিল হয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি বিভিন্ন ব্লকে দুই দিন পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার ছিল প্রতিবাদ বিক্ষোভের শেষ দিন।

Developed by