জেএনএফ ওয়েব ডেস্ক :- রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর এলাকায়। সূত্রের খবর শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন শম্ভু পাশওয়ান (৫০) নামে এক বিহারের শ্রমিক। দীর্ঘদিন ধরেই ওই ইটভাটায় জন মজুরের কাজ করতেন তিনি। জানা যায় আজ সকালে ওই এলাকাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তার সারা শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। এর পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে ওই ব্যক্তির মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে এবং কারা এই খুনের সঙ্গে জড়িত তারা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে।