Breaking
1 Nov 2024, Fri

বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী সূর্যশেখর ঘাঁটী, ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তালদা গ্রামে


জেএনএফ ওয়েব ডেস্ক : বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ গ্রেপ্তার হলেন স্বামী। পুলিশ জানিয়েছে, ধৃত স্বামীর নাম সূর্যশেখর ঘাঁটী। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত তালদা গ্রামে। সূর্যশেখর পেশায় রাজমিস্ত্রি। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার মানগোবিন্দপুর গ্রামের বাসিন্দা নিবেদিতা মান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর দু’জনে রেজিস্ট্রি ম্যারেজ করেন ২০২০ সালের ১২ আগস্ট। বাড়ির অমতে বিয়ে করায় মেয়ের বাড়ির লোক হুমকি দেয় মেয়েটিকে। তারপর গত বছর ডিসেম্বর মাসে মেয়েটি বাপের বাড়িতে পরিবারের লোকের সঙ্গে চলে আসে। তাঁক আর শ্বশুরবাড়িতে যেতে দেয়নি বলে অভিযোগ স্বামী সূর্যশেখর ঘাঁটী ও তার পরিবারের সদস্যদের। কিন্তু সাঁকরাইল থানায় নিবেদিতা মান্না ঘাঁটী এক লিখিত অভিযোগে জানায় তাঁর স্বামী ও পরিবারের লোকেরা তার উপর নির্যাতন চালাচ্ছে ও খুনের চেষ্টা করছে। এই অভিযোগের ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ শুক্রবার রাতে দাঁতনের বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। বিচারক জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন স্বামীকে।

Developed by