Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দ পল্লী থেকে ব্রাউন সুগার বিক্রেতা সোনালী বিশাল ওরফে পিঙ্কিকে গ্রেপ্তার করল পুলিশ


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম শহর থেকে ব্রাউন সুগার বিক্রেতা এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মহিলার নাম সোনালী বিশাল ওরফে পিঙ্কি। আটত্রিশ বছরের ওই মহিলার বাড়ি ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দ পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, ওর বাড়ির থেকে ১৯ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার পুলিশ আচমকা হানা দেয় সোনালীর বাড়িতে। আর তখনই ব্রাউন সুগার সমেত তাকে পাকড়াও করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শনিবার ধৃত মহিলাকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। পুলিশ ধৃতের বিরুদ্ধে ২১(বি), এনডিপিএস অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছেন। সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,‘ধৃত মহিলার বাড়ি থেকেই ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছিল পুলিশ। এই চক্রের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করার জন্য বিচারক দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।’ ঝাড়গ্রাম শহরের এক প্রবীণ বাসিন্দা বলেন,‘ঝাড়গ্রাম শহরে আগে কোনদিন ব্রাউন সুগার বিক্রি হতে শোনা যায়নি। ইদানিং শুনছি এই চক্র খুবই সক্রিয় ভাবে কাজ করছে। এর ফলে শহরের বেশিরভাগ যুবকরা তাতে আসক্তি হয়ে পড়ছেন। এমনকি কয়েক জনের পরোক্ষভাবে এই চক্রের সঙ্গে জড়িত থাকার ফলে মৃত্যুও হয়েছে। ঝাড়গ্রাম শহরের ফণির মোড়, নৃপেনপল্লী, উত্তরবামদা, নামো জামদা, শক্তিনগর, কাঞ্চনওয়েল মিলের আশেপাশে একাধিক জায়গায় এই চক্র চলছে। শহরের লোকালয় থেকে কিছুটা দূরে খোলা জায়গায় এবং রাতের অন্ধকারে সক্রিয় এই চক্রের কারবারীরা। পুলিশের উচিত তদন্ত করে এই চক্রের মূল পাণ্ডাকে খোঁজা। তাহলেই শহরের মধ্যে এই কারবারীদের ঠেকানো যাবে।’ গতকাল মহিলাকে গ্রেপ্তারের পর থেকেই পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নাগরিকরা।

Developed by