জেএনএফ ওয়েব ডেস্ক:- পেট্রোল এবং ডিজেল নিয়ে কেন্দ্র রাজ্য দুই সরকারকে বিধলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্য কান্ত মিশ্র।শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে আলিপুরদুয়ারের জেলা সি.পি.আই.এমের পার্টি অফিসে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সি.পি.আই.এমের এই বর্ষীয়ান নেতা।সূর্যকান্ত মিশ্র বলেন ” হু হু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম।এই দাম বৃদ্ধি মূলত কেন্দ্রীয় সরকার করে থাকে।আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমছে তখন নতুন করে তেলের দাম বৃদ্ধি করছে কেন্দ্র। সাধারণ মানুষের পকেট কাটার দারুণ একটি পদ্ধতি।”