Breaking
2 Nov 2024, Sat

কোচবিহারে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদের আন্দোলনে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরব রবিন্দ্র নাথ ঘোষ

জেএনএফ ওয়েব ডেস্ক : পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান আন্দোলনে নেমে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি ররবীন্দ্রনাথ ঘোষ। আজ কোচবিহার শহরের ভবানী মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয়।এদিন রবীন্দ্রনাথ বাবু অবস্থান আন্দোলনে অংশ নিয়ে বলেন, পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে শুধু চরম দুর্দশার মধ্যে যেমন দিয়েছেন মোদি। তেমনি উত্তরবঙ্গকে ভাগ করতে চেয়ে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছেন। অশান্তি সৃষ্টি করে মানুষকে জীবন মৃত্যুর মুখে দাড় করাতে চাইছেন। আমরা মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ওই চক্রান্ত সফল হতে দেব না।শুধু জেলা কার্যালয়েই নয়, কোচবিহার শহরের ঘাস বাজার এলাকায় তৃণমূল কংগ্রসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, দিনহাটায় উদয়ন গুহ, মাথাভাঙায় গিরিন্দ্রনাথ বর্মন সহ জেলার অঞ্চল, ব্লক স্তরে নেতানেত্রীদের উপস্থিতিতে বিভিন্ন এলাকায় পেট্র পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান আন্দোলন করে তৃণমূল কংগ্রেস।

Developed by