Breaking
2 Nov 2024, Sat

পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধাননগররে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ফাঁসিদেওয়া ব্লক ২ তৃনমূল কংগ্রেসের

জেএনএফ ওয়েব ডেস্ক :- শনিবার পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃনমূল কংগ্রেস। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগররে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস। এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ২ যুব তৃণমূলের সভাপতি সীতম পাল, ফাঁসিদেওয়া ব্লক ২ এর যুব তৃণমূলের সহ সভাপতি সুমিত কুমার দাস, ফাঁসিদেওয়া ব্লক মাইনোরেটির সভাপতি মহম্মদ কাদের,বিধাননগর অঞ্চল সভাপতি ফণি দাস,বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান টুলটুলি সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূলের সভাপতি সীতম পাল বলেন যে সারা রাজ্যের পাশাপাশি বিধাননগরে ফাঁসিদেওয়া ২ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ চলছে। পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের যেভাবে দিন দিন লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে এই কর্মসূচি। আগামী কালকে এই অবস্থান বিক্ষোভ চলবে। আর আপনাদের মাধ্যমে ফাঁসিদেওয়া ব্লকের পাশাপাশি সারা রাজ্যবাসীকে একটি কথা বলতে চাই যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে যদি আমরা এখন প্রতিবাদ না করি তাহলে আগামী দিনে আমরা ২০০ টাকা লিটার সরষের তেল খাই সেই টাকা দামে লিটারে আমাদের বাইকে পেট্রোল ভরতে হবে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।

Developed by