Breaking
2 Nov 2024, Sat

তৃণমূল কংগ্রেসের ডাকে বেরুবাড়ী মোড়ে একটি প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়

জেএনএফ ওয়েব ডেস্ক:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়। শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ডাকে সদর ব্লকের বেরুবাড়ী মোড়ে একটি প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, সদর ব্লক ১ সভাপতি তরুণ বসু বিশ্বাস, নুরজাহান বেগম সহ অন্যান্যরা। পাশাপাশি রংধামালি চৌপতি মোড়ে তৃনমুল ব্লক সভাপতির নেতৃত্বে পেট্রল ও ডিজেল সহ জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড়পুর অঞ্চল প্রধান অনিতা রাউত, পাতকাটা অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি প্রমূখ। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন জলপাইগুড়ি জেলা বিজেপির সহ সভাপতি অলক চক্রবর্তী। তিনি বলেন, পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি শুধু কেন্দ্রীয় সরকারের কারণে নয়, রাজ্য সরকারের অতিরিক্ত ট্যাক্স বসানোর ফলে এই সমস্যা তৈরি হয়েছে । বিভিন্ন জায়গায় শুধুমাত্র এই অবস্থান বিক্ষোভ করে কোন লাভ হয় না। উত্তরবঙ্গের চা শিল্প সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন এ অঞ্চলের মানুষ। তাই এসব দিকে নজর না দিয়ে এ ধরনের অবস্থান-বিক্ষোভ করে মানুষের সমস্যার আশু সমাধান করা সম্ভব নয় বলে জানান তিনি।

Developed by