Breaking
3 Jan 2025, Fri

কুড়ি থেকে পঁচিশ বছর ধরে রাস্তা সংস্কার হচ্ছে না

জেএনএফ ওয়েব ডেস্ক :- অভিযোগ, প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে রাস্তা সংস্কার হচ্ছে না। এলাকার অধিকাংশ মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে সমস্যায় পড়ছেন। কারন, রাস্তার বেহাল দশা। বর্ষা আসলেই জলমগ্ন হয়ে পড়ে এই রাস্তাটি। ওয়ার্ড কাউন্সিলর ও পুর কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাই বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের পকেটের টাকা জমিয়ে সকলে মিলে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন শনিবার। ঘটনাটি জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার। রাস্তার একটি কালভার্টের অ্যাপ্রচগুলি এতটাই উঁচু যে, যেকোনো ছোট বা বড় গাড়ি যাতায়াতের পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকে বলে অভিযোগ। এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই নিজেরাই রাস্তা সংস্কারের হাত লাগিয়েছেন বলে জানান বাসিন্দারা। তবে বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী শিবিরও। জেলা বিজেপি সভাপতি অলক চক্রবর্তী বলেন, স্থানীয় মানুষ বুঝে গেছেন, সরকার রাস্তা সংস্কার করতে অক্ষম। তাই বাধ্য হয়ে স্থানীয়রাই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন।আমি তাদের ধন্যবাদ জানাই যারা নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছেন বলে জানান অলক বাবু। এই সরকার দেউলিয়া সরকার। কিছু করবে না। তাই মানুষই উদ্যোগ নিয়েছেন এই সমস্যা সমাধানে। সামনে পুরসভা ভোট রয়েছে। ফের দেখা যাবে তার আগেই নতুন কাজকর্ম করতে লেগে পরবে পুর কর্তৃপক্ষ বলে তীব্র কটাক্ষ করেন তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো টেলিফোনে জানান, লকডাউন এর কারণে রাস্তা সংস্কারে ব্যাহত হয়েছে। খুব দ্রুতই পুরসভা উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করবে বলে জানান তিনি।

Developed by