Breaking
25 Dec 2024, Wed

সেবাভারতী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের কোভিড যোদ্ধা হিসেবে গড়ে তোলার জন্য অনলাইনে ওয়ার্কশপ করলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের মহাত্মাগান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশনের ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যানে’র কনসালট্যান্ট তনুপ্রিয়া চন্দ্রা

জেএনএফ ওয়েব ডেস্ক : সেবাভারতী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের কোভিড যোদ্ধা হিসেবে গড়ে তোলার জন্য অনলাইনে ওয়ার্কশপ করলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের মহাত্মাগান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশনের ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যানে’র কনসালট্যান্ট তনুপ্রিয়া চন্দ্রা। শুক্রবার সকালে অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করে কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট। এদিনের অনুষ্ঠানে প্রায় একশো জন ছাত্রছাত্রী অনলাইন ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। ওয়ার্কশপের শিরোনাম ছিল ‘গাইডেন্স অন সাইকোলজিক্যাল স্কিলস টু হেল্পারস ডিউরিং প্যানডামিক’। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ সাহু। এদিনের আলোচনায় অতিমারীর কালে মন ভালো রাখার পাঠও দেওয়া হয়। শুধু নিজের মানসিক অবস্থা ভালো নয় পরিবার-আত্মীয়-পরিজন-প্রতিবেশিদের সঙ্গে ভালো রাখার কৌশলের পাঠ দিলেন তনুপ্রিয়া চন্দ্রা। ওয়ার্কশপে নিজেদের মতামতও শেয়ার করে কলেজের পড়ুয়া স্নেহাশিষ দে, লোপামুদ্রা চ্যাটার্জী, দীপা রায়, সৃজন মাণ্ডি, সন্দীপ পাল, সৌরভ প্রতিহাররা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহ-অধ্যক্ষ বিনোদ চৌধুরী এবং কলেজের এনএসএস অফিসার তথা অধ্যাপক-অধ্যাপিকা সুকুমার ধাড়া, মৌসুমি মিত্র, অলোক সেন বর্মনরা।

Developed by