Breaking
25 Dec 2024, Wed

রশ্মি গ্রুপের পক্ষ থেকে গড়শালবনি এলাকায় ৫ হাজার লোককে প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হল


জেএনএফ ওয়েব ডেস্ক : রশ্মি গ্রুপের পক্ষ থেকে গড়শালবনি এলাকায় ৫ হাজার লোককে প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হল। ইতিমধ্যে, জিতুশোল, গড়শালবনি সহ আশেপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করে রশ্মি গ্রুপ অফ কোম্পানি। শুক্রবার ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সদর ব্লকের বিএমওএইচ মানিক সিং। আগামী দিনে দ্বিতীয় দফায় আরো মানুষজনকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রশ্মি গ্রুপ কর্তৃপক্ষ।

Developed by