Breaking
26 Dec 2024, Thu

ভীমবারে ডিএসপি অফিসে বৃক্ষ রোপণ কর্মসূচি অক্টোপিক শিলিগুড়ির

জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ভীমবারে ডিএসপি অফিসে বৃক্ষ রোপণ কর্মসূচি অক্টোপিক শিলিগুড়ি। এদিন অক্টোপিক শিলিগুড়ি পক্ষ থেকে একাধিক বিভিন্ন রকম গাছ লাগান। উপস্থিত ছিলেন রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত,ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত দাস,বিধাননগর থানার ওসি মানস দাস,বিধাননগর ব্যাবসায়ী সমিতির সভাপতি শিবেস ভৌমিক,সমাজ কর্মী শৈলেন সিং,সমাজ কর্মী সীতম পাল সহ অক্টোপিক শিলিগুড়ির সদস্যরা। এই বিষয়ে অক্টোপিক শিলিগুড়ির সভাপতি বলেন আমাদের একটা সংকল্প আছে সারা বছরই গাছ লাগাই। এবং আজকে ডিএসপি অফিসে বেশ কিছু গাছ লাগালাম। আগামী দিনে বেশ কিছু ফলের গাছ লাগাবো। অপরদিকে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন আজকে অক্টোপিক শিলিগুড়ির তরফ থেকে গাছ লাগালো। এবং গাছের রক্ষনা বেক্ষনও করবে। এদিন ২০টি গাছ লাগানো হল। আগামী সপ্তাহে আরও ফলের গাছ লাগানো হবে।

Developed by