Breaking
26 Dec 2024, Thu

কেষ্টপুর থেকে ১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই

জেএনএফ ওয়েব ডেস্ক :- বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার কেষ্টপুরে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।এরপর সেখানে দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সুশান্ত সাহা(২৩) সন্তোষ দাস(৩২)। সুশান্ত ভক্তিনগরের সমরনগর এবং সন্তোষ প্রধাননগরের নামাদা বাগান এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া ব্রাউন সুগার নকশালবাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

Developed by