জেএনএফ ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের সমস্যা মেটাতে আগামী ১৫ ই আগস্ট এর মধ্যে বসতে চলেছে অক্সিজেন প্লান্ট। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে তার কাজ। মূলত করোনার তৃতীয় ঢেউ নিয়ে আগে ভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছে স্বাস্থ্য দফতর। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সাথে বৈঠকের পর এমনই জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্ব প্রাপ্ত ওএসডি ডাঃ সুশান্ত রায়। এবিষয়ে শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত রায় সহ অন্যান্য চিকিৎসকরা। বৈঠক শেষে ওএসডি বলেন, করোনার দ্বীতিয় ঢেউতে মেডিক্যালে অক্সিজেনের অভাব হয়নি। কিন্তু তবুও আমরা সতর্ক। আর তাই উত্তরবঙ্গ জুড়ে আমরা অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছি। ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্ল্যান্ট কাজ করা শুরু করে দিয়েছে। এবার মেডিক্যাল সহ শিলিগুড়ি জেলা হাসপাতালে বসানো হচ্ছে। এছাড়া অন্যান্য জেলাতেও বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। এমনকি কালিম্পং জেলা হাসপাতালেও একটি প্ল্যান্ট বসানো হচ্ছে।