Breaking
27 Dec 2024, Fri

ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো

জেএনএফ ওয়েব ডেস্ক:-শুক্রবার তৃণমূলের দলীয় কার্যালয়ে ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। ওই সভায় একুশে জুলাই শহীদ দিবস নিয়ে ফালাকাটা ব্লকের নেতৃত্বরা বিস্তারিত ভাবে আলোচনা করেন। জানা গিয়েছে, এবারে একুশে জুলাই এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে ফালাকাটা কমিউনিটি হলে। ভার্চুয়ালি সভা করবেন নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই সভা নিয়ে প্রস্তুতি পর্ব সারার জন্য আদিনেট এই সভা বলে দলীয় সূত্রে জানা যায়। পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জেলা স্পোর্টস সেলের সভাপতি শংকর বিশ্বাসকে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন, ফালাকাটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক রতন সরকার, রাজেশ শুক্লা, রাজু মিশ্র, ফালাকাটা ব্লক এর প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে,যুব তৃনমূলের জেলার সাধারণ সম্পাদক দেবজিত পাল সহ অন্যান্য নেতৃত্ব।

Developed by