Breaking
26 Dec 2024, Thu

চোপড়ার গুলিকান্ডে পুলিশের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ!

জেএনএফ ওয়েব ডেস্কঃ- মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় পুলিশি হানায় মহিলাদের মারধর ও গুলি চালনার অভিযোগে মাটিকুন্ডা বাজারে টায়ার জ্বালিয়ে তৃনমুলী বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের মাটিকুন্ডা বাজার কার্যত বন্ধের চেহারা নেয়। ঝলঝলি এলাকার জখম মহিলারাও অবরোধ বিক্ষোভে অংশ নেয়। ঝলঝলি গ্রামের বেশকিছু বাড়িতে ভাঙচুর, মহিলাদের মারধর ও গুলি চালনার অভিযোগে ইসলামপুর থানার আইসি’র পদত্যাগ দাবী করে বিক্ষোভ দেখায় তৃনমুলী বাসিন্দারা। অবরোধ বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজারের দুটি দোকানে বাসিন্দারা ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও দোকানের ভাঙা কাঁচ ছোড়ায় পুলিশ বাহিনীকে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। দীর্ঘক্ষণ এভাবে তুলকালাম চলার পর বিক্ষোভকারীরা নিজেরাই পথ অবরোধ তুলে নেয়। বিক্ষোভকারী মুজফফর হুসেন বলেন, গ্রামে ঢুকে কোনও কারন ছাড়াই পুলিশ ভাঙচুর করেছে, মহিলাদের মারধর করেছে, গুলি চালিয়েছে এই আইসি’র সাসপেন্ড চাই। মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃনমুলের মেহেবুব আলম বলেন, আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতে চা বাগানের দখলকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে একজনের গুলি লেগেছে। সেই ঘটনার জেরে কি না বলতে পারব না। ইসলামপুর থানার আইসি পুলিশ নিয়ে ঝলঝলি গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর মহিলাদের মারধর এমনকি গুলিও চালিয়েছে। কি কারন জানি না। এই আইসি আগডিমটি খন্তি, মাটিকুন্ডা-১ ও ২ এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অশান্তি করে রেখেছে। তাই ঘটনার বিচার চাই এবং এই আইসি’র সাসপেন্ড চাই।

Developed by