Breaking
25 Dec 2024, Wed

চা বাগানে গুলিবিদ্ধ  এক কিশোর !

জেএনএফ ওয়েব ডেস্ক :- চা বাগানকে ঘিরে উত্তেজনা ছড়াল  ইসলামপুরে। গন্ডগোলের সময়  গুলিতে আহত হয়েছে বছর ১৪ এর এক  কিশোর। শুক্রবার সকালে ইসলামপুর থানার আাগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতের গাটিয়াটোল এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় সূত্রে খবর, চা বাগান কে ঘিরে সকাল থেকে গন্ডগোল ছড়ায়। সে সময় মাঠে গরু বাধতে গিয়েছিল ওই কিশোর সাহানওয়াজ। তার এক আত্মীয় পসির উদ্দিন বলেন, এদিন ওই এলাকার কালাম ও হুদার মধ্যেগন্ডগোল হয়। এলাকার গরীব মানুষের জন্য হুদার লোকজন পাতা কাটতে গেলে বাধা দেয় কালামের লোকেরা। তারাই বোমা গুলি নিয়ে হামলা চালায়। পাশের মাঠে গরু বাঁধতে গিয়ে আহত হয় সাহানওয়াজ। তাকে প্রথমে ইসলামপুর ও পরে শিলিগুড়িতে রেফার করা হয় ।

Developed by