Breaking
25 Dec 2024, Wed

পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশকর্মীর

জেএনএফ ওয়েব ডেস্কঃ-পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশকর্মীর ঘটনাটি ঘটে নদীয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া। কর্মস্থল থেকে ঘরে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। সূত্রের জানা যায়, রানাঘাট পুলিশ ডিপির কল্যাণী পুলিশ লাইনে কর্মরত ছিল এই এসআই সমীর পাল। কৃষ্ণনগর পুলিশ আবাসনে থাকতেন তিনি। মাঝেমধ্যে কর্মস্থল কল্যাণী থেকে কৃষ্ণনগর বাইকে যাতায়াত করতেন। গতরাতে কল্যাণী পুলিশ লাইনে ডিউটি সেরে কৃষ্ণনগর আবাসনে ফেরার পথে তাহেরপুর থানার খামার শিমুলিয়া তার বাইক দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে তাহেরপুর থানার পুলিশ পৌঁছায় এবং চিকিৎসার জন্য শক্তিনগর হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার তদন্ত শুরু করেছে তারপর থানার পুলিশ।

Developed by