জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের আগাছায় ভরেছে সৌন্দর্যায়নের জন্য রাজবাড়ীতে বসানো বাইসনের মূর্তিগুলি। পাশাপাশি অন্যান্য মূর্তিগুলোরও মুখ ঢেকেছে গাছে। স্বাভাবিকভাবেই আগাছা ও জঙ্গল পরিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী রত্নাকর বৈদ্য বলেন, প্রতি বছরই জঙ্গলে ভরে যায় মূর্তিগুলি। পুরসভা যদিও নিয়মিত কাজ করে চলেছে বলেও জানান তিনি। দ্রুত জঙ্গল ও আগাছা পরিষ্কার করলে খুব ভালো হয় বলে জানান তিনি। এ বিষয়ে পুর প্রশাসক সন্দ্বীপ মাহাতো বলেন, রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই বাইসন ও আশপাশের এলাকা ও জঙ্গল পরিষ্কার করা হবে বলে জানান তিনি।