Breaking
25 Dec 2024, Wed

খরগোশের লোভে খাঁচায় ঢুকতে গিয়ে বিপদে পড়লো গোখরো সাপ!

জেএনএফ ওয়েব ডেস্ক :- খরগোশের লোভে খাঁচায় ঢুকতে গিয়ে বিপদে পড়লো গোখরো সাপ।খাঁচার তারে শরীর  আটকে মাথায় উঠলো শিকার।কেঁটে ছিড়ে রক্তারক্তি অবস্থা।জলপাইগুড়ি র পান্ডাপাড়া সংলগ্ন বটতলা এলাকার ঘটনা। খরগোশের লোভে এলাকার এক বাসিন্দার খরগোশের খাঁচায় ঢোকার চেষ্টা করে প্রায় সাড়ে চারফুট লম্বা গোখরো সাপ। ফাঁক গলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই আটকে যায় শরীর। রীতিমতো রক্তারক্তি কান্ড।খবর পেয়ে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা গিয়ে উদ্ধার করে সাপিটিকে।প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে।

Developed by