লরি চালকের বুদ্ধিমত্তার কারণে প্রাণে বাঁচলেন এক টোটো চালক সহ পাঁচজন যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর পান্থ তীর্থ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন দুপুরে পান্থতীর্থ এলাকায় দশ টাকার পাথর বোঝাই একটি চলন্ত লরির সামনে হঠাৎ করে চলে আসে পাঁচ জন যাত্রী সহ একটি টোটো। সেই মুহূর্তে টোটো টিকে বাঁচাতে গিয়ে লরি চালক গাড়ির অভিমুখ পরিবর্তন করলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মারে। যদিও সেই সময়ে মালিক দোকানে না থাকার কারণে কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। তবে লরির ধাক্কায় দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সেই মুহূর্তে লরির চালক যদি চলন্ত গাড়ি টির গতি মুখ পরিবর্তন না করতেন তাহলে হয়তো পাঁচজন জলজ্যান্ত মানুষের জীবনহানির ঘটনা ঘটতে পারতো বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। লরি চালকের উপস্থিত বুদ্ধির কারণে পাঁচটি জীবন আজ রক্ষা পেল বলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লরি চালককে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে তার স্বাভাবিক হয়ে যায়।