Breaking
28 Dec 2024, Sat

বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আজ রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসকের কাছে ডেপুটেশন দিল রানাঘাট শহর কংগ্রেস

বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আজ রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসকের কাছে ডেপুটেশন দিল রানাঘাট শহর কংগ্রেস। বৃহস্পতিবার রানাঘাট শহর কংগ্রেসের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কংগ্রেসের পক্ষ থেকে এদিন মূলত দুটি দাবিতে দরবার করা হয় পৌরসভার মুখ্য প্রশাসকের কাছে।রানাঘাট শহরের সিনিয়র সিটিজেনদের অবিলম্বে ভ্যাকসিনেশন করতে হবে।অপরটি ছিল রানাঘাটের যেকোনো একটি রাস্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায় নামে করতে হবে।দুটি দাবিই সহানুভূতির সঙ্গে বিবেচিত হবে বলে রানাঘাট শহর কংগ্রেসের নেতৃবৃন্দকে জানান রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।

Developed by