Breaking
26 Dec 2024, Thu

পুরসভার স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে

জেএনএফ ওয়েব ডেস্ক :- পুরসভার স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিলেন জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে।স্বাস্থ্যকর্মী চুমকি ভট্টাচার্য বলেন, তারা এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সদর মহকুমা শাসক ও পুরসভায় তাদের দাবি পত্র তুলে দিয়েছেন। মূলত 65 বছর পর্যন্ত তাদের কর্মের মেয়াদ বৃদ্ধি, করণা ভাতা চালু ও মাসিক 21 হাজার টাকা বেতনের দাবিতেই এই স্মারকলিপি বলে জানান তিনি।

Developed by