জেএনএফ ওয়েব ডেস্ক ঃ- সেফ ড্রাইভ সেভ লাইফ ডে কর্মসূচি পালন হল জলপাইগুড়িতে। এবছরের এই কর্মসূচি পাঁচ বছরের পড়ল। বৃহস্পতিবার শহরের থানা মোড়ে জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন আই জি দেবন্দ্র প্রতাপ সিং, ডি আই জি জলপাইগুড়ি রেঞ্জ আন্নাপা ই, পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও অতিরিক্ত পুলিশ সুপার প্রলাশ কুমার ঢালি। ট্র্যাফিক নিয়ে সচেতনা বাড়াতে এদিন র্যালীর আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীতে যত মানুষের মৃত্যু হয় এর থেকে বেশি মানুষের মৃত্যু হয় দুর্ঘটনায়। এই কারণে সকলকে সচেতন হতে হবে ও ট্র্যাফিক বিষয়ে।পাঁচ বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করে৷ ৮ জুলাই এই প্রকল্পের সূচনা হয়েছিল।