জেএনএফ ওয়েব ডেস্ক :- পরীক্ষামূলক উদ্বোধন হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নবগঠিত সিটিস্ক্যান যন্ত্রটির। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক, উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নস্কর প্রমূখ। ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলেন, আনুষ্ঠানিক উদ্বোধন আগামী কিছুদিনের মধ্যেই করা হবে। এদিন পরীক্ষামূলক চালু করা হয়েছে সিটি স্ক্যান মেশিনটি। জলপাইগুড়ি সদর হাসপাতালে সিটি স্ক্যান করার ব্যবস্থা থাকলেও সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সেখানে যেতে রোগীদের প্রভূত সমস্যায় পড়তে হতো। তাই সেসব কথা চিন্তা করে রাজ্য সরকারের উদ্যোগে এখানে আরেকটি সিটিস্ক্যান যন্ত্র বসানোর উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান তিনি। এখন থেকে রোগীদের আর কষ্ট করে জলপাইগুড়ি সদর হাসপাতাল পর্যন্ত আসতে যেতে হবে না। এখান থেকেই সিটিস্ক্যান পরিষেবা পাবেন তারা বলে জানিয়েছেন ডক্টর রায়।