Breaking
26 Dec 2024, Thu

করোনা আবহে রক্তের সংকট মোচনে এগিয়ে এলো ‘তরুণ স্বেচ্ছাসেবক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা আবহে রক্তের সংকট মোচনে এগিয়ে এলো ‘তরুণ স্বেচ্ছাসেবক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ওই সংগঠন। জানা গিয়েছে, এদিন সমস্ত কোভিড বিধি মেনে এই রক্তদান শিবির করা হয়। ফালাকাটা ব্লাড ব্যাঙ্কের সহায়তায় এদিনের রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন তরুণ স্বেচ্ছাসেবক নামে ওই সংগঠনের সদস্য অর্ণব ঘোষ বলেন, ‘করোনা পরিস্থিতিতে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে সেকারণে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। সংকটাপন্ন রোগীদের যাতে কোনও অসুবিধা না হয়। সেই কারণেই এই শিবির।’ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Developed by