Breaking
28 Dec 2024, Sat

নকল সোনা বিক্রি করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ !

জেএনএফ ওয়েব ডেস্ক :- নকল সোনা বিক্রি করে আবারও লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। নদীয়া রানাঘাট থানা এলাকার ঘটনা। এবার রানাঘাটের প্রাক্তন কাউন্সিলর শংকর অধিকারী প্রতারণার  স্বীকার হলো । স্বর্ণমুদ্রা দেখিয়ে নকল  স্বর্ণমুদ্রা বিক্রি করে বেশকয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেলো দুই ব্যক্তির বিরুদ্ধে।  রানাঘাট পৌরসভা বড় বাজারে  ১ নম্বর ওয়ার্ডের ।  কয়েক মাস আগে  এক যুবকের সাথে আলাপ হয় শংকর অধিকারীর তার বাড়ী বীরভূম । ওই  যুবক একটি স্বর্ণমুদ্রা বিক্রির জন্য নিয়ে তার কাছে আসে। সেটা  মুদ্রাটি কিনে নেন।  মুদ্রাটি আসল কিনা সোনার দোকানে গিয়ে পরিক্ষা করেন।এর পর ওই গোপাল অধিকারী আবার যোগাযোগ করে।এইবার আরো ৯৫ টি স্বর্ণমুদ্রা বিক্রি করবে বলে এরপর বিশ্বাস করে ব্যাংক থেকে টাকা তুলে সেই মুদ্রা কেনেন ।তারপর ওই ব্যক্তিরা চলে যায়।এরপর তাদের ফোন করলে সুইচঅফ থাকে তার শংকরবাবুর সন্দেহ হয় ।তিনি সোনার দোকানে পরীক্ষা করলে সেগুলো নকল বের হয় ।এরপর তারা রানাঘাট থানার পুলিশের দ্বারস্থ হন । পুলিশ তল্লাশি তে নেমেছে।

Developed by