Breaking
28 Dec 2024, Sat

ভুয়ো সিআইডি অফিসার রাধারানীকে  আদলতে তোলা হল

জেএনএফ ওয়েব ডেস্ক :-ভুয়া সিআইডি অফিসার রাধারানী বিশ্বাসকে গ্রেপ্তারের পর আজ কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে পাঠানো হয়। ভুয়ো সিআইডি অফিসার রাধা রানীর বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তিনি সিআইডি অফিসার সেজে একাধিক বেকার যুবকদের চাকরির প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। এই অভিযোগে গতকাল তাকে শান্তিপুর দুই নাম্বার ওয়ার্ড বাগানে পাড়া থেকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানা ও শান্তিপুর থানার যৌথ অভিযানে। এই গ্রেফতারের অনেকটাই বেগ পেতে হয়েছিল জেলা প্রশাসনকে। আজ ধৃত কে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়।

Developed by