জেএনএফ ওয়েব ডেস্ক :- রান্নার গ্যাসের দাম বাড়তেই ফের খড়ির উনানে ফিরে এল সাধারণ মানুষ। জানাগেছে জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা অলেহা খাতুন কিছুদিন আগেও পরিবারের জন্য গ্যাসে রান্না করতেন ।কিন্তু বর্তমান বাজারে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তার পক্ষে আর সম্ভব হচ্ছে না গ্যাসে রান্না করার। তিনি জানান,, এমনেতেই করোনা পরিস্থিতিতে আছি স্বামী ট্রাক শ্রমিকের সঙ্গে যুক্ত। পরিবারে ৭ জন। তাই গ্যাস বাদ দিয়ে এখন খড়ির উনানে রান্না করতে শুরু করেছি। অন্যদিকে আর এক জলপাইগুড়ির বাসিন্দা চন্দনা রায় বলেন, আমার পরিবারে কর্মক্ষম ব্যাক্তি আমি নিজেই। স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন। এক মেয়ের বিয়ে দিয়েছি। ১৭ বছর বয়সি এক ছেলে এখন পড়াশুনা করছে। অন্যের বাড়িতে কাজ করি। যখন বাজারে গ্যাসের দাম ৪০০/ টাকা ছিল তখন গ্যাসের কানেকশন নিয়েছি। গ্যাসে দিয়ে অনেকদিন রান্নাও করেছি। কিন্তু এখন যে ভাবে গ্যাসের দাম বেড়েছে তা আমাদের পক্ষে কেনা সম্ভব না। তাই খড়ির উনুনে রান্না করছি। চন্দনা দেবী আরও বলেন, পরিচারিকার কাছ করেছি। ফ্রিতে রাশন পাই, স্বাস্থ্য সাথী কার্ড করেছেন। ১০০ দিনের কাজ ও করেন । পরিচিকার কাজ করে মাসে ১৫০০/ টাকা পাই এই দিয়ে সংসার চলে, বলে জানান তিনি।
বাইট – অলেহা খাতুন ।
বাইট – চন্দনা রায়।