Breaking
1 Nov 2024, Fri

জলপাইগুড়িতে এলেন রাজ্য তৃণমূল কিসান ক্ষেতমজুর কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়িতে এলেন রাজ্য তৃণমূল কিসান ক্ষেতমজুর কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু। বুধবার উত্তরবঙ্গের চার জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং (সমতল) এর কিষান ক্ষেত মজদুর তৃণমূল কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের পেক্ষাগৃহে সভাটি হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্ষেত মজদুর তৃণমূল কমিটি সভাপতি পূর্নেন্দু বসু। সংগঠনকে চাঙ্গা করতে এদিনের সভা বলে জানা গিয়েছে। পূর্নেন্দু বাবু বলেন, আমরা চাই এই সংগঠনে সবাই যেন থাকতে পারেন এবং কাজ করতে পারেন। অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য কি? তা তুলে ধরা হচ্ছে। ছয় বার পর পর কৃষি কর্ম পুরস্কার পেয়েছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশূতি দিয়েছিলেন ও তিনি তা রেখেওছেন। প্রথমে পাচ হাজার, পরে ছয় হাজার এখন দশ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হচ্ছে। ১৮- ৬০ বছরের মধ্যে কোন কৃষক মারা গেলে দুই লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কোন রাজ্যে নেই। পাশাপাশি আমাদের দাবি, ভারতবর্ষ বর্তমান কৃষি আইনের বিরুদ্ধে। তিনটে কৃষি আইন বাতিল করতে হবে। নুন্যতম সহায়ক মূল্য শুধু ঘোষণা নয় সংসদে আইন পাশ করতে হবে। কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ে সমালোচনা করেন পূর্ণেন্দু বাবু।

Developed by