Breaking
29 Dec 2024, Sun

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে তৃণমূল ছাত্র পরিষদের অভিনব বিক্ষোভ।যারা পেট্রোল নিতে আসছেন তাদের খাওয়ালেন মিষ্টি।

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলাজুড়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিনব প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় গোটা নদীয়া জেলা জুড়ে, কোথাও কোথাও বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ির উপরে মোটরবাইক চাপিয়ে এবং কয়েক শ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সাইকেল চালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায়। নদীয়ার কল্যাণীতে গরুর গলায় দড়ি বেঁধে পায়ে হেঁটে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। আবার নদীয়ার শান্তিপুরের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে একই ভাবে প্রতিবাদ বিক্ষোভ করাহয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এছাড়াও পেট্রলপাম্পে তেল কিনতে আসা সাধারণ মানুষকে ধরে ধরে মিষ্টিমুখ করালেন তৃণমূল কর্মীরা, এদিন সমস্ত জায়গায় প্রতিবাদ-বিক্ষোভের শেষে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা বলেন দিন আনা খেটে খাওয়া সাধারণ মানুষের চিৎকার শুনতে পাচ্ছেনা অপদার্থ কেন্দ্র সরকার। সারাদেশে যখন করোনার প্রকোপে সাধারণ মানুষ কাজ হারিয়েছে, রোজগার না থাকায় সংসার চালানোর জন্য ছুটে বেড়াচ্ছে এদিক-ওদিক, অন্যদিকে কেন্দ্রের মোদি সরকার গদিতে বসে পা দোলাচ্ছে। বাংলার মানুষের রক্ত চুষে নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। গত তিন মাসে প্রায় 15 দফায় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে এখন 100 টাকারও বেশি পেট্রোলের দাম ডিজেলের দাম 100 টাকা ছুঁই ছুঁই, সাধারণ মানুষ যাবে কোথায়। পকেটের টাকা নেই পেট্রোল কিনবে নাকি সংসার চালাবে এতদিন রান্নাঘরে আগুন লাগিয়েছে কেন্দ্র সরকার এখন প্রত্যেকটি সাধারণ মানুষের কর্ম জীবনে আগুন লাগাচ্ছে কেন্দ্র। আমরা দাবি করছি কেন্দ্রের এই অপদার্থ সরকার আর থাকার দরকার নেই যারা মানুষের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে না তাদের সরকারে থাকা উচিত নয়।

Developed by