পেট্রোল ডিজেল কেরোসিন তেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রেল ব্যাংক-বীমা বেসরকারিকরণের প্রতিবাদে, কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, রাজ্যে করোনা ভুয়া ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাসের প্রতিবাদে এবং স্বাস্থ্যসম্মতভাবে বিনামূল্যে প্রত্যেককে করণা ভ্যাকসিন দেয়ার দাবিতে ১থেকে ৭ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।আজ শেষ দিন ৭জুলাই এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। বিক্ষোভ সভায় কল্যাণী আঞ্চলিক কমিটির ইনচার্জ চন্দন চক্রবর্তী বলেন রাজ্যে এখন পেট্রোলের দাম ১০০ টাকা। স্বাধীনতার পর এই প্রথম পেট্রোলের দাম ১০ টাকা পার করেছে।ডিজেলের দাম ৯৫ টাকার কাছাকাছি। রান্নার গ্যাসের দাম বিগত ছয় মাসে প্রায় আড়াইশো টাকা বেড়েছে।পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বাড়ছে ফলে জনজীবন বিপদাপন্ন হচ্ছে। তাই তিনি দাবি করেন সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকারকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করতে হবে। লকডাউন সময়ে অসংখ্য মানুষ কাজ হারিয়েছে।এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোপণ্যের উপর টেক্স ও সেস খানিকটা তুলে নিলে অনেকটাই দাম কমানো যাবে। এই দাবিতে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।