Breaking
6 Jan 2025, Mon

নেশার ইনজেকশন সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির শিলিগুড়ির রামকৃষ্ণ মাঠ এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। এরপর থেকে থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ নেশার ইনজেকশন সহ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সন্দীপ বিশ্বাস(৪৩) ওরফে ছোটকা ও দ্বীপজ্যোতি মজুমদার(২৭)। সন্দীপ বিধান রোড এবং দ্বীপজ্যোতি লালা লাজপথ রায় সরনী এলাকার বাসিন্দা। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ নেশার ইনজেকশন উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। বুধবার
ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। এবং তদন্তের স্বার্থে আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।

Developed by