Breaking
7 Jan 2025, Tue

গোসাইপুড়ে দুটি ছোট গাড়ির সংঘর্ষ,আহত ৫

জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার রাতে শিলিগুড়ি মহকুমার গোঁসাইমুড়ে দুটি ছোট গাড়ির সংঘর্ষ। এই ঘটনায় আহত পাঁচজন। জানা গিয়েছে যে একটি ছোট গাড়ি বাগডোগরা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিকে একটি ছোট গাড়ি নকশালবাড়ির দিকে আসছিল। এরপর আচকাই শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়া গাড়িটির সামনে গরু চলে আসে। এবং নিয়ন্ত্রণ না করতে পারায় অপর ছোট গাড়িটি স্বজরে ধাক্কা মারে। এই ঘটনায় দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এরপর স্থানীয়রা এই দেখে তরীঘরী খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য বাগডোগরা থেকে শিলিগুড়ি যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। তবে কি ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Developed by