Breaking
8 Jan 2025, Wed

পেট্রোল ,ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি শহরে সাইকেল মিছিল জেলা কংগ্রেসের

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোল, ডিজেল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি শহরে সাইকেল মিছিল জেলা কংগ্রেসের। বুধবার মিছিলটি শহর পরিক্রমা করার পর থানা মোড়ের একটি পেট্রোল পাম্পের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অতিরক্ত ট্যাক্স এর ফলে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল, ডিজেলের মূল্য কমানোর দাবি করছেন তারা বলে জানান তিনি।

Developed by