Breaking
9 Jan 2025, Thu

লকডাউনে মৃৎ শিল্পের কাজ ছেড়ে হাজিরার কাজে নিযুক্ত হচ্ছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা

জেএনএফ ওয়েব ডেস্ক :– রুজি রোজগারের টানে মৃৎ শিল্পের কাজ ছেড়ে হাজিরার কাজে নিযুক্ত হচ্ছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। শহরের মৃৎশিল্পী উত্তম পাল আক্ষেপের সুরে এমনই জানালেন। করণা সংক্রমণ ও লকডাউন এর কারণে বর্তমানে পূজো পার্বণ একেবারেই বন্ধ। ফলে শিল্পের কাজেও যথেষ্ট প্রভাব পড়েছে। এক বছর আগেও যেখানে প্রচুর মূর্তির অর্ডার হতো সেখানে একেবারেই অর্ডার হয় না এখন বলে জানান উত্তম বাবু। মৃৎশিল্পের কাজ করে পেট চালানোই এখন দায় হয়েছে বলে দুঃখের সাথে ব্যক্ত করেন শিল্পী। এভাবে চললে আগামীদিনে মৃৎশিল্পের কাজ একেবারেই বন্ধ করতে হবে। আগামী দিনের বিভিন্ন পুজোকে কেন্দ্রকে অল্পকিছু রেডিমেট মূর্তির কাজ করে চলেছেন শিল্পী উত্তম পাল। তিনি বলেন, গত বছর বেশ কিছু দুর্গা প্রতিমার মূর্তি বানিয়ে তা বিক্রি করতে পারিনি। ফলে প্রচুর আর্থিক লোকসানে হয়েছে। এমতবস্থায় সরকার যদি একবার আমাদের দিকে তাকায় তাহলে আমরা একটু ঘুরে দাঁড়াতে পারি বলে আক্ষেপের সুরে জানান শিল্পী উত্তম পাল।

Developed by