Breaking
10 Jan 2025, Fri

জাতীয় সড়কে পাল্টি খেল আম ও আপেল বোঝাই লরি!

জেএনএফ ওয়েব ডেস্ক :- উল্টে গেল আম ও আপেল বোঝাই লরি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জলপাইগুড়ির বালাপাড়া ও  তিস্তা সেতুর মধ্যবর্তী জাতীয় সড়কের মাঝে। লরি চালক সাজিদুল বলেন, আম ও আপেল লোড করে শিলিগুড়ি থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ির পেছনের চাকা ফেটে যায়। আর তাতেই উল্টে যায় রাস্তার মাঝে লরিটি। তার ও সহকারী চালকের তেমন কোন আঘাত লাগেনি বলে তিনি জানান। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ। ওয়ান ওয়ে চালু থাকায় যানজটের কোন খবর নেই।

Developed by