জেএনএফ ওয়েব ডেস্ক: পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পে প্রতীকী অবস্থান বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। কোচবিহার স্টেশন মোড় লাগোয়া একটি পেট্রল পাম্পে ওই অবস্থান বিক্ষোভ করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। আবস্থান বিক্ষোভ আন্দোলনে প্রতীকী প্রতিবাদের জন্য একদিকে যেমন সাইকেলকে সামনে রাখা হয়, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে কেক কেটে খাওয়ানো হয়।
ওই অবস্থান বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়নদ্বীপ গোস্বামী বলেন, “গোটা দেশে পেট্র পণ্যের শুধু মূল্য বৃদ্ধি পায় নি, সেঞ্চুরি পার করেছে। বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষের হাতে কাজ নেই। অর্থনৈতিক ভাবে প্রায় সকলেই আজ সমস্যায়। তখন এভাবে পেট্র পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, এতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশ ছোঁয়া হয়ে উঠছে। দাম বাড়ছে রান্নার গ্যাসেরও। ফলে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদও গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। আমাদের এই আন্দোলন দাম না কমা পর্যন্ত অব্যাহত থাকবে।”